প্রকাশিত: Thu, Dec 21, 2023 6:55 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:51 AM

[১] এবারের নির্বাচন হবে গণতন্ত্র রক্ষার নির্বাচন : সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দীন মাইজভান্ডারি


মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম): [২] বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও চট্টগ্রামের ফটিকছড়ি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এমপি পদপ্রার্থী সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারি বলেন, 'নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্টিত করার আশ্বাস দিয়েছে। এবারের নির্বাচন হবে গণতন্ত্র রক্ষার নির্বাচন। নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। 

[৩] বৃহস্পতিবার সকালে ফটিকছড়ির রহমান মঞ্জিলে নির্বাচনী প্রচার শুরুর আগমুর্হুতে সংবাদ সম্মেলনে বিএসপির চেয়ারম্যান আরও বলেন, আমরা চাই না অগণতান্ত্রিক উপায়ে কেউ ক্ষমতায় আসুক। ফলে ঐক্যের সাথে দেশ গড়ি স্লোগান নিয়ে দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আশা করি সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা যেন নিরপেক্ষ ভুমিকা পালন করে। এ সময় সুপ্রিম পার্টির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।